নিজস্ব প্রতিবেদক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা স্কোয়াড নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসতে চেয়েছিল পাকিস্তান দল। তবে মোহাম্মদ হাফিজ সিরিজে থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেলে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ইফতিখার।
[৩] বাংলাদেশের মাটিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইফতিখারের অভিষেক। ২০১৬ এশিয়া কাপে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। এরপর দীর্ঘ পাঁচ বছরে মাত্র ১৩ টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন তিনি।
[৪] এবারের বাংলাদেশ সফরেও মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন। সুযোগ ভালোমতো কাজে লাগাতে চান ইফতিখার। তিনি বলেন, পিএসল এবং জাতীয় টি-টোয়েন্টি লিগের পারফর্মেন্স আমাকে ভালো করার আত্মবিশ্বাস দিয়েছে। সর্বশেষ সাত টি-টোয়েন্টি ম্যাচে ১৪৮ গড়ে করেছিলেন ২৯৬ রানের সঙ্গে তুলে নিয়েছেন ৮ উইকেট। সম্পাদনা: রাহুল রাজ।