বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল শান্তি' পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের।
বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।
তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।
এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ।
রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।
সূত্র: ইত্তেফাক