আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে এমন গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের দেওয়া এক পোস্টে আরও বিপাকে পড়েছে পাকিস্তান। রীতিমতো ঘুম হারাম হয়েছে তাদের। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে খেলতে চায় আইসল্যান্ড।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান, বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি।
বুধবার (২৯ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলার ব্যাপারে কী সিদ্ধান্ত নিল, সেটা আমাদের জানা দরকার। যেহেতু তারা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে, আমরা দ্রুতই উড়াল দেব। তবে বিমানের সূচি আসলেই একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পৌঁছানো কঠিন হয়ে গেল। আমাদের উদ্বোধনী ব্যাটারদের একটু ঘুমের সমস্যা রয়েছে।’
পোস্টের সঙ্গে কেফলাভিক বিমানবন্দর থেকে কলম্বো যাত্রার একাধিক ফ্লাইট রুটের ডায়াগ্রামও প্রকাশ করে আইসল্যান্ড ক্রিকেট। এক সূচি অনুযায়ী, ১৮ ঘণ্টা ৫০ মিনিটে ম্যানচেস্টার ও দুবাই হয়ে কলম্বো পৌঁছানোর কথা।
আরেকটি রুটে লন্ডন ও দুবাই হয়ে সময় লাগবে ১৯ ঘণ্টা ১০ মিনিট। এ ছাড়া আরও দুটি বিকল্প রুটও প্রকাশ করা হয়। একটি রুটে লন্ডন ও দুবাই হয়ে ২৬ ঘণ্টা ৪৫ মিনিটে কলম্বো পৌঁছানোর কথা বলা হয়েছে। অন্য রুটে সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ১০ মিনিট, যেখানে মাঝপথে লন্ডন ও দুবাইয়ে যাত্রাবিরতির কথা উল্লেখ করা হয়।
‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতাকে আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যখন অনিশ্চয়তা ছিল, তখন ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের নাম ডিলিট করে আইসল্যান্ড ক্রিকেট নিজেদের নাম বসিয়ে দিয়েছিল।
সূত্র: ইত্তেফাক