শিরোনাম
◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ভাঙলো প্রতিমার হাত, গ্রেপ্তার ৩

রাজু চৌধুরী:- [২] চট্টগ্রাম নগরে ফিরিঙ্গি বাজার এলাকার একটি পূজামণ্ডপে প্রতিমা নেওয়ার পথে ‘ঢিল ছুঁড়ে’ প্রতিমার হাত ভাঙার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত পুলিশি অ্যাকশনে রোববার রাত ২টার দিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দুলাল (৩৫), কবির (৪২) ও ইকবাল (৩২)। তারা সকলেই ওই এলাকার ফল আড়তের শ্রমিক।

[৪] জানা গেছে, রোববার রাত ১১টার দিকে দেওয়ানজী পুকুর পাড় থেকে ফিরিঙ্গীবাজার এলাকায় পূজামণ্ডপে প্রতিমা নেওয়ার পথে মান্নান গলি এলাকা অতিক্রম করলে অজ্ঞাত কয়েকজনের ছোঁড়া জাম্বুরা ও ঢিলে প্রতিমার একটি হাত ভেঙে যায়। ঘটনাটি জানাজানি হলে সনাতন ধর্মাম্বলীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং কোতোয়ালী থানার সামনে প্রতিবাদ জানায়।

[৫] এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর ঘটনাস্থলসহ পুজামণ্ডপ পরিদর্শন করেন সিএমপির ডিসি (দক্ষিণ) বিজয় বসাক, এসি কোতোয়ালী মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন সহ পুলিশ কর্মকর্তারা।

[৬] এ ঘটনায় রাতে ফিরিঙ্গীবাজার শিববাড়ী পুজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা কোতোয়ালী থানায় মামলা করেন। কোতোয়ালী থানা পুজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক তারুণ দাশ প্রলয় সাংবাদিকদের বলেন, রাতে ফিরিঙ্গিবাজার শিববাড়ি লেইন মন্দিরে প্রতিমা নিয়ে যাচ্ছিলেন পুজা কমিটির সদস্যরা এসময় মান্নান গলি এলাকা অতিক্রম করার সময় ফলের আড়তের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিল।

[৭] সেখান থেকে ঢিল ছুঁড়ে মারলে প্রতিমার হাত ভেঙ্গে যায়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সুকান্ত চৌধুরী বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়