আল আমীন: [২] হাসপাতালে বেডের হাহাকার। নেই অক্সিজেন। এই মুহূর্তে করোনার থাবায় নাজেহাল পুরো দেশ। দিন যত যাচ্ছে ততই যেন নাস্তানাবুদ করে তুলছে করোনা নামের এই মহামারি। এসবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল।
[৩] তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এই ক্রান্তিকালে নগরবাসীর পাশে দাঁড়িয়েছে । অন্য দশজনের মতো ঘরবন্দি না থেকে সকলের সুখে, দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছেন অসহায় মানুষদের।
[৪] নগরীর অলিগলিতে ছড়িয়ে থাকা ভাসমান মানুষ ছাড়াও সংকটে থাকা কর্মহীন ও দুস্থদের পাশে সামর্থ অনুযায়ী খাদ্য ছাড়াও নগদ অর্থ সহায়তা প্রদান করছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের দাফন, কাফনের ব্যবস্থাও করে যাচ্ছেন। থেমে নেই নগর উন্নয়ন।
[৫] প্রশাসনের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করে টিকা কার্যক্রম ও স্বাস্থ্য সেবায় নানাবিদ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। নগরে মানুষের সংকটে নির্ঘুমভাবে নিয়মিত কাজ করে যাচ্ছেন মেয়র ।
[৬] সেই সাথে এই সংকটে স্থানীয় দলীয় নেতাকর্মীদেরও মাঠে কাজ করার উৎসাহ যুগিয়ে যাচ্ছেন মেয়র। ইকরামুল হক টিটু এই বিষয়ে জানান, এই সময়ে ভোটের চিন্তা না করে সকল মানুষের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব।