জাকির হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামে এক কিশোরীর নগ্ন ছবি প্রচার করার ভয় দেখিয়ে ৩ যুবক দীর্ঘদিন ধরে তাকে কে গণধর্ষণ করছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
[৩] কিশোরীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ওই ৩ যুবক গত ২৬/০৮/২০২০ইং তারিখ থেকে কিশোরী কে নিয়মিত ধর্ষণ করছে।
[৪] কিশোরী ধর্ষকদের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ণ সহ্য করতে না পাড়ায় রবিবার পরিবারের কাছে ঘটনার কথা প্রকাশ করেন।
[৫] ধর্ষিতার পরিবারের সদস্য উমের আলী বাদী হয়ে রবিবার পীরগঞ্জ থানায় মশিউর রহমান বুধু (২৫) নাইম উদ্দীন (২৮) ও আজিজুল হক (২৪) কে আসামী করে থানায় মামলা করেন।
[৬] পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মশিউর রহমান বুধু (২৫) কে গ্রেপ্তার করেছে। অপর দুই আসামী পলাতক রয়েছে।
[৭] মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাকিরুল ইসলাম জানান মামলাটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং অপর দুই আসামী কে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।