রাশিদ রিয়াজ : তীরন্দাজ জাহরা নেমাতি ও নিক্ষেপক নূরমোহাম্মাদ আরেখি টোকিও প্যারালিম্পিকে অংশ নিচ্ছে। ইরানের প্যারালিম্পিক কমিটি তাদের নাম ঘোষণা করে সোমবার। নেমাতি এর আগে ২০১৬ সালে রিওতে প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক পান। প্রথশ নারী অলিম্পিয়ান হিসেবে তিনি লন্ডনে অলিম্পিক ও প্যারালিম্পিকে স্বর্ণপদক পান। লিঙ্গ সমতা রেখে অলিম্পিক আয়োজকরা বিভিন্ন দেশের কাছে নারী ও পুরুষ প্রতিযোগী পাঠানের আহবান জানান। তেহরান টাইমস