স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপ বাছাইয়ে বি’ গ্রুপে আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলা দেখতে মুখিয়ে আছে ফুটবল দুনিয়া। রোববার রাত ১০টায় তারা জর্জিয়ার মুখোমুখি হবে। নিজেদের প্রথম ম্যাচে গ্রীসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্যাকফুটে আছে লা ফিউরিয়া রোজা। রাশিয়া বিশ্বকাপটা ভাল যায়নি তাদের। মাঝপথে কোচ চলে যাওয়াসহ নানা কারণে ভরাডুবি হয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। সে ব্যর্থতা কাতার বিশ্বকাপরে বাছাইয়ে চায়না স্পেন।
[৩] প্রতিপক্ষ জর্জিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে হেরে তেতে আছে জয়ের নেশায়। এ নিয়ে চতুর্থবারের মত দেখা হচ্ছে জর্জিয়া ও স্পেনের। এর আগে দুই জয় নিয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে লুই এনরিকের দল। ২০১৬ সালে প্রীতি ম্যাচে একবার স্পেনকে হারিয়েছিলো জর্জিয়া।
[৪] সার্জিও রামোস, বুসকেটস, কোকে ও ডেভিড ডে হিয়ারা জ্বলে উঠলে ম্যাচ জেতাটা কঠিন হবে না স্পেনের জন্য। তবে, ইনজুরির কারণে খেলতে পারবেন না আনসু ফাতি। আরেক ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। প্রথম ম্যাচে সান মেরিনোকে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে আছে সাউথগেটের দল। এ ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রাখার লক্ষ্য ইংল্যান্ডের। - মার্কা / সময়নিউজ