বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় র্যাব-১০ এর ক্রারাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অভিযানে সানারপাড় দৌলেশ্বর মসজিদের পশ্চিম পাশের মোমিনের গ্যারেজ এর ভিতর হইতে ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার আলামত হিসেবে ২১৩ পিচ তাস এবং ৩৭৪০ টাকা জব্দ করা হয়।
[৩] বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর সুব্রত বিশ্বাস বলেন আজ সকালে ৯ জন আসামি হস্তান্তর করেছে র্যাব-১০। এ বিষয়ে প্রসিকিউটর দাখিল করে
[৪] বেলা ১১ টায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী