শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতা পরশসহ দুইজন গ্রেপ্তার

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি : যশোরে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় তার জামাতা বাসেদ আলী পরশ (২৮) এবং শংকরপুর ইসহাক সড়কের আসহাবুল ইসলাম সাগর (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরশ যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে। আসহাবুল ইসলাম সাগর একই এলাকার মৃত আব্দুল মতিন ওরফে মতিন দারোগার ছেলে।

নিহত আলমগীরের স্ত্রী শামীমা বেগম গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত আরও তিন–চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

রোববার (৪ ডিসেম্বর) পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএনপি নেতা আলমগীর হোসেন। ঘটনার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। বিশ্লেষণ শেষে নেপথ্যের অন্যতম কারিগর হিসেবে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তবে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালানো চারজন শুটারের কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। তারা সবাই ভাড়াটে খুনি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, নিহতের জামাতা পরশের সঙ্গে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। একসময় পরশ ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হলেও পরে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়। প্রায় এক মাস আগে পরশের স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়