২০২৬ সাল শুরু হতেই পাকিস্তানের বিনোদন জগৎ ললিউডে ছড়িয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে পারে, যা গড়াতে পারে বিয়ে পর্যন্ত। তবে এখানেই শেষ নয়—এই আনন্দের সম্ভাবনার মধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর এক ভবিষ্যদ্বাণী। চলতি বছরে বিয়ে করলে নাকি তাদের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা রয়েছে। সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষী এমনই মন্তব্য করেছেন।
২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরই মধ্যে আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে এলে, হানিয়া ও আসিমের ফের কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে ভক্তদের মধ্যে তাদের ঘনিষ্ঠতার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে কারণেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।
এদিকে, হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন অঙ্গন উত্তাল, তখন এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, এই মুহূর্তে হানিয়ার ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের বিষয়টি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন এবং চলতি বছরই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। শেষ পর্যন্ত ২০২৬ সাল ললিউডের এই আলোচিত তারকাদের জন্য বিয়ের বছর হয়ে উঠবে, নাকি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে—তা সময়ই বলে দেবে। সূত্র: যুগান্তর