বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একই স্মার্টফোনে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পরিবর্তন করতে পারবেন। এর ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগ আলাদা রাখা আরও সুবিধাজনক হবে।
এতদিন একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ না থাকায় অনেককে আলাদা ফোন বা অন্য ডিভাইসের ওপর নির্ভর করতে হতো। এতে কাজের চাপের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা মিস হওয়ার আশঙ্কা থাকত। তবে ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু হলে এক ডিভাইসেই সব যোগাযোগ পরিচালনা করা সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটসনাউ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে হলে দুটি আলাদা ফোন নম্বর প্রয়োজন হবে। সে ক্ষেত্রে স্মার্টফোনে ডুয়াল সিম বা ই-সিম ব্যবহারের সুবিধা থাকতে হবে।
নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে দ্বিতীয় নম্বরটি যোগ করতে হবে। এরপর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাকাউন্ট সেটআপের পর অ্যাপের ভেতরে নামের পাশে থাকা তির চিহ্নে চাপ দিয়ে যেকোনো অ্যাকাউন্টে সহজে প্রবেশ করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। পাশাপাশি চ্যাট মিউট, আর্কাইভ, বার্তা মুছে ফেলা কিংবা নম্বর ব্লক করার সুবিধাও আলাদাভাবে থাকবে।
প্রাথমিকভাবে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীরা কবে এই সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: যুগান্তর