শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাস্টন ভিলাকে ৪-১ গো‌লে হারা‌লো আর্সেনাল  ◈ গুলশানের বাসভবন থেকে জানাজা স্থলের উদ্দেশে রওনা হয়েছে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি (ভিডিও) ◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইস্পিড ইন্টারনেট পাচ্ছেন না? রাউটার সমস্যার তাৎক্ষণিক সমাধান

ইন্টারনেট সবার কাছেই এখন জরুরি পরিষেবা। কাজের সময় যেন দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়ি বা দপ্তরে রয়েছে ওয়াইফাই রাউটার। কিন্তু সন্তোষজনক গতি নেই। অনেকে আবার মাঝেমধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এমন সমস্যায় ভুগছেন।

যে কোনো কাজ হোক বা ইউটিউবে কনটেন্ট দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে পড়ছে ডেস্কটপ পিসি, ল্যাপটপ, স্মার্টফোন ও গ্যাজেটস।

অনলাইনে যে কোনো কাজ থেকে শুরু করে বিনোদনের সব উপকরণ রয়েছে ইন্টারনেটে। ফলে বাড়িতেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন ঠিকই; কিন্তু সঠিক ব্যবহার না জানায় পড়েন ঝামেলায়।

সংযোগ না এলে কী করবেন

রাউটারের এমন সমস্যা সমাধান হবে কীভাবে, তা জানতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন।
মূলত রাউটারের অ্য়ান্টেনার কারণে এমন সমস্যার উদ্ভব হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে দশ মিনিট রাউটার বন্ধ রাখার পরামর্শ দেন গবেষকরা। এতে সমস্যার নিরসন না হলে স্থানীয় কোনো সার্ভিসের দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিতে হবে।

রাউটারের খুব কাছে ব্লুটুথ ডিভাইস রাখতে নেই। যদি থাকে, তাহলে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে রাউটার রাখার স্থান বদল করতে পারেন। তাহলে সংযোগের দুর্বলতা অনেকাংশে কমবে।

দ্রুতগতি যেভাবে পাবেন

সাধারণত যে ঘরে কাজ করছেন, ঠিক সেই ঘরেই রাউটার রাখা প্রয়োজন। দ্রুতগতি নিশ্চিতে যতটুকু সম্ভব উঁচু জায়গায় রাউটার বসাতে হবে। অন্যথায় দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে রাউটার।

যন্ত্রটি কোনোভাবে যেন বাঁকা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া রাউটারের সবকটি অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এর ফলে ঘরের অন্যসব জায়গা ও ঘরে রেডিও সিগন্যাল ঠিকঠাক পৌঁছে যাবে।

এসব পরামর্শ মেনে চললে গতি ও সংযোগ সমস্যায় তাৎক্ষণিক সমাধান মিলবে। এসবের পরেও সমস্যা থাকলে রাউটারটি একবার রিসেট করে নিতে হবে। ইন্টারন্যাল বা সার্কিটে কোনো সমস্যা থাকলে এতে তার সমাধান হয়ে যাবে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়