শিরোনাম
◈ বিজ্ঞান কী বলছে আবহাওয়ার এই পরিবর্তন নিয়ে, বাংলাদেশে কি তুষারপাত হতে পারে? ◈ ইং‌লিশ লি‌গে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাস্টন ভিলাকে ৪-১ গো‌লে হারা‌লো আর্সেনাল  ◈ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ (ভিডিও) ◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকাপের টিকিটের প্রচুর দাম নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই ইচ্ছা থাকলেও আমেরিকা, মেক্সিকো বা কানাডায় প্রিয় দলের ম্যাচ দেখতে যেতে পারছেন না। 

তবে টিকিটের বেশি দাম হওয়ার বিষয়টিকে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর যুক্তি, খেলার জনপ্রিয়তা বাড়ছে বলেই টিকিটের দাম বাড়ছে।

দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে ইনফান্তিনো জানিয়েছেন, ফিফা ৬০ থেকে ৭০ লক্ষ টিকিট বাজারে ছেড়েছিল। ১৫ দিনের মধ্যে ১৫ কোটি টিকিট কেনার আবেদন জমা পড়েছে। ইনফান্তিনোর কথায়, “ভেবে দেখুন, প্রতি দিন এক কোটি টিকিটের আবেদন। এতেই বোঝা যায় ফুটবল বিশ্বকাপ কতটা শক্তিশালী হয়েছে।

ইনফান্তিনো আরও বলেন, “বিশ্বকাপের ১০০ বছরের ইতিহাসে সব মিলিয়ে চার কোটি ৪০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তাই দু’সপ্তাহে আমরা বিশ্বকাপের ৩০০ বছরের ইতিহাস পূরণ করে দিতে পারতাম। এটা অবিশ্বাস্য।

ফিফা সভাপতি জানিয়েছেন, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে আমেরিকা থেকে। এর পর রয়েছে জার্মানি এবং ইংল্যান্ড। ইনফান্তিনোর মতে, ফিফার যে লাভ হবে তাতে বাকি দেশগুলিই উপকৃত হবে। এই কারণেই বেশি দামে টিকিট কেনায় আপত্তি দেখছেন না তিনি।

ইনফান্তিনোর কথায়, “গুরুত্বপূর্ণ বিষয়টা হল, টিকিট বিক্রি থেকে যে লাভ হয় তা গোটা বিশ্বের মধ্যে ভাগ হয়ে যায়। ফিফা না থাকলে বিশ্বের ১৫০টা দেশে ফুটবল বন্ধ হয়ে যাবে। 

ওখানে ফুটবল হওয়ার নেপথ্যে এই লভ্যাংশগুলোকেই কৃতিত্ব দেওয়া উচিত। এগুলোই আমরা বাকি বিশ্বে নতুন করে বিনিয়োগ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়