স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৫ জনের এ দলে আছেন অ্যাশেজের শেষ দুই টেস্ট চোটের কারণে ছিটকে যাওয়া জোফরা আর্চার।
অ্যাডিলেড টেস্টে চোট পাওয়া আর্চার মেলবোর্নে বক্সিং ডে (চতুর্থ ম্যাচ) টেস্টে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ছাড়েন। অ্যাশেজে তিন ম্যাচে ৯ উইকেট নেওয়া আর্চার আপাতত বার্বাডোজে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন।
এছাড়াও ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টাং। এখনো সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হয়নি ইংলিশ এ পেসারের। মূলত তাকে স্ট্রাইক বোলার হিসেবে দলে নিয়েছেন দলটির হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক হ্যারি ব্রুক। ঘরোয়া টি–টোয়েন্টিতে ২১ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন টাং এ বছর হানড্রেডে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন।
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ। তবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট। ইংল্যান্ডের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না আর্চার। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগে ফিট হয়ে উঠবেন এ পেসার।
শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি সিরিজ ও টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (বিশ্বকাপের জন্য), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শ্রীলঙ্কা সফরের জন্য), স্যাম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।