শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের পৌর নির্বাচনে মেয়র ১৮, কাউন্সিলর ২৫৯, মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন

সোহাগ হাসান: আসন্ন সিরাজগঞ্জের ৫টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।

রোববার বিকেল পাঁচটা পর্যন্ত সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৩জন,উল্লাপাড়ায় ৫জন,কাজিপুরে ৩জন, রায়গঞ্জে ৪জন ও বেলকুচিতে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন।

সিরাজগঞ্জ পৌরসভা :

শেষদিনে সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৯ ও সাধারণ কাউন্সিলর পদে ১০৭ জন মনোনয়নপত্র জমা দেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বিএনপি মনোনীত প্রার্থী সাইদুর রহমান বাচ্চু ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান টি.আর এম নূর-ই-আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

বেলকুচি পৌরসভা:

বেলকুচি পৌরসভার মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র আশানূর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।

কাজিপুর পৌরসভা :

রোববার সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন আ.লীগের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, বিএনপি মনোনীত প্রার্থী আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুস সালাম।

উল্লাপাড়া পৌরসভা :

উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা আওয়ামীলীগ মনোনীত এস. এম নজরুল ইসলাম, বিএনপি মনোনীত আজাদ হোসেন আজাদ, স্বতন্ত্র বেলাল হোসেন, মীর আরিফুল ইসলাম উজ্জল ও আরিফ বিন হাবিব।

রায়গঞ্জ পৌরসভা :

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উত্তোলন করেছিলেন ৪৮ জন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. আব্দুল্লাহ আল-পাঠান, বিএনপি মনোনিত প্রার্থী মো. জাহিদুল ইসলাম, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মোশারফ হোসেন আকন্দ, জাতীয় পাটির মনোনিত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন। এবার রায়গঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮শ ৬৭ জন। এদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ১শ ৫ জন, পুরুষ ভোটার ৫ হাজার ৭শ ৬২ জন।

জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান যে, আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ২২ ডিসেম্বর যাচাই-বাছাই ও ২৯ ডিসেম্বর প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেয়া হবে।

সম্পাদনা:আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়