জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অপহৃত পাঁচজনকে শ্বাসরুদ্ধকর এক অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের শওকত আলী স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ছেলে ও আরও চারজনকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। অপহৃতরা হলেন— শফিকুল ইসলাম (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলাম (৪৪)।
তদন্তে জানা যায়, ৫০ পিস স্বর্ণের বার হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বর্ণের মালিকপক্ষ ওই পাঁচজনকে অপহরণ করে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারে আটকে রাখে। সেখানে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবীরের নেতৃত্বে ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে। বুধবার ভোরে অভিযানে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে— বিল্লাল হোসেন (৪০), তার স্ত্রী সাগরিকা খাতুন (২৮) ও স্থানীয় গ্রাম্য ডাক্তার বিকাশ দেবনাথ (৩০)। এদিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে ভিকটিম শফিকুল ইসলামকেও গ্রেফতার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।