শিরোনাম
◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অপহৃত পাঁচজন উদ্ধার, ভিকটিমসহ আটক ৪

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অপহৃত পাঁচজনকে শ্বাসরুদ্ধকর এক অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের শওকত আলী স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ছেলে ও আরও চারজনকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। অপহৃতরা হলেন— শফিকুল ইসলাম (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলাম (৪৪)।

তদন্তে জানা যায়, ৫০ পিস স্বর্ণের বার হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বর্ণের মালিকপক্ষ ওই পাঁচজনকে অপহরণ করে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারে আটকে রাখে। সেখানে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবীরের নেতৃত্বে ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে। বুধবার ভোরে অভিযানে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে— বিল্লাল হোসেন (৪০), তার স্ত্রী সাগরিকা খাতুন (২৮) ও স্থানীয় গ্রাম্য ডাক্তার বিকাশ দেবনাথ (৩০)। এদিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে ভিকটিম শফিকুল ইসলামকেও গ্রেফতার দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়