হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের আহমেদ তৈবুর রহমান হিরনের সমর্থকরা সড়ক অবরোধ করেছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
সন্ধ্যার পরপরই শ্যামগঞ্জের হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে মূল সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে প্রায় ৪০ মিনিট ধরে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। দূরপাল্লার বাসসহ স্থানীয় যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীরা সরে গেলে সড়ক স্বাভাবিক হয়।
এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট বলেন, “বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।”