কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ২৩৭ টি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। ওই তালিকায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনীত প্রার্থীর
নামের স্থান ফাঁকা রাখা হয়।
এতে উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা কিছুটা হতাশ হলেও দলীয় প্রচারণায় থেমে নেই উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। এ আসনটিতে যুগপৎ আন্দোলনের শরিক দল এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ এবং উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওনের মধ্যে কে মনোনয়ন পাবে এখনো প্রকাশ হয়নি।
সোমবার (৩ অক্টোবর) বিএনপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার একদিন পর বুধবার (৫ অক্টোবর) প্রচারণায় নামেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন ও তার নেতাকর্মীরা। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচী অব্যাহত রাখেন তিনি।
বুধবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এর নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার-মোহনপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিতরণ করা হয়। এসময় দলীয় শ্লোগান দিয়ে মিছিল করে নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, বরকইট ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল খাঁন, কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, মাইজখার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, স্বেচ্ছাসেবক দল ওমান শাখার সভাপতি জাহাঙ্গীর খাঁন, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সি প্রমুখ।