যশোর প্রতিনিধি: [২] র্যাব-৬ যশোরের সদস্যরা উপশহর এলাকা থেকে ১ কেজি গাজাসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক রফিকুল শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের আফিল উদ্দিন মোল্লার ছেলে। মঙ্গলবার তাকে আটক করা হয়।
[৩] র্যাবের ডিএডি রকিবুল আলম জানান, তারা গোপনে খবর পান উপশহর ই ব্লক- ১ নং রোডে গ্রামীন ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ি গাঁজা বিক্রি করছে। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।
[৪] র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। সহযোগী ফোর্সের সহযোগিতায় তাকে আটক করা হয়। এসময় তার কাছে সাদা রঙের প্লাস্টিক ব্যাগের মধ্যে রক্ষিত সাদাকসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এঘটনায় কোতয়ারি থানায় মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী