শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকেলে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে ওই পুলিশের বক্তব্য অনুযায়ী লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া লাশটি সনাক্ত করতে ঘটনাস্থলে জেলা পুলিশের একটি টিম মরদেহের ফিঙ্গার সংগ্রহ করেছেন।  

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বলেন, আমি টহলরত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে কেউ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। রবিবার (২৩ নভেম্বর) ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়