মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদীর) প্রতিনিধি: গতকাল শুক্রবারে ঘটে যাওয়া ভয়াবহ ভুমিকম্পে নরসিংদীর ঘোড়াশালে বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি পরীক্ষা নীরিক্ষা করার জন্য আজ শনিবার সকালে ঘোড়াশালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহ এর নের্তৃতে ৭ সদস্যের একটি টিম।
মাটি সংগ্রহের ফাকে অধ্যাপক ড. আ.স.ম ওবায়দুল্লাহ সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে তারা ফাটল ধরা মাটির নমুন সংগ্রহ করছে। এসব নমুনা সংগ্রহের পর তা পরিক্ষা নীরিক্ষা করে কি ধরণের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতা তার নিশ্চিত হওয়া যাবে।এদিকে আজ সকাল থেকে কলেজের এ ফাটল হওয়া মাটি দেখতে এলাকার লোকজনসহ কলেজের শিক্ষার্থীরা ভিড় করছে।সবারই চোখে মুখে ছিল গতকালের ভুমিকম্পের আতংকের ছাপ।