শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরিন আফরোজ: রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করলে ভেঙে পড়বেন না

তুরিন আফরোজ : যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ (আ.) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহীম (আ.) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।

যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপয়ান্তর খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস (আ.) মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে ভেঙে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হযরত আয়শা সিদ্দিকা (র.) এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিলো।

যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাঁতরাতে থাকবেন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব (আ.) আপনার চেয়েও হাজারগুন বেশি অসুস্থ ছিলেন। যখন আপনি নির্জন বা একাকীত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন, হযরত আদম (আ.) কে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিলো। যখুন কোনো যুক্তি দিয়েই আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোনো প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নুহ (আ.) এর কথা। যিনি অসময়ে কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন।

যখন আপনি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর কথা। যিনি তার আপনজনের হাসি-তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন।

আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন। এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে পরবর্তী উন্মতেরা ধৈর্য্য ধারণ করতে পারে, কষ্টসহিষ্ণু হতে পারে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়