শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও)

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চট্টগাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়নে ইউরোপীয় দুই দেশের দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। একইদিন সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

এ দুটি ঘটনা একইদিনে ঘটায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেই দলে আছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারও। শেখ হাসিনার রায়ের দিনই কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

সোমবার (১৭ নভেম্বর) রাতে কালেরকন্ঠ টিভি টকশোতে অংশ নিয়ে এ প্রশ্ন তোলেন আব্দুন নূর তুষার। 

ওই টকশোতে আব্দুন নূর তুষার বলেন, রায় হচ্ছে একদিকে, আরেকদিকে ঢাকাতে একটা আনরেস্ট (অস্থিতিশীল পরিস্থিতি) তৈরি করা হচ্ছে। এই কাজগুলো ভালো না। এবং আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে। এটার জন্য (চুক্তির জন্য) ২৪ ঘণ্টা-৪৮ ঘণ্টা অপেক্ষা করা গেল না। এই ধরনের কাজকর্ম করলে নানান রকম প্রশ্ন ওঠে। এবং এই প্রশ্নগুলো একসময় জটিলতা ও অস্বচ্ছতার জায়গাতে চলে যায়। 

তিনি বলেন, যখন আপনি কোনও বাড়ি বা ব্যক্তির ওপর আক্রোশ নিবেন, তখন মতবাদের কোনও ক্ষতি হয় না। মতবাদের ক্ষতি হয় যখন তার অনুসারীরা তাকে গ্রহণ করার মতো নৈতিক-উচ্চনৈতিক মনোবল হারিয়ে ফেলেন। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনুসারীদের মধ্যে উচ্চনৈতিক মনোবল হারিয়ে গেছে। তাদের মধ্যে চোর আছে। তাদের মধ্যে বাটপার আছে, তাদের মধ্যে ব্যাংক লুটেরা আছে। তাদের মধ্যে এমন ব্যক্তি আছেন, যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন, কিন্তু নিজেরা ব্যাংকের টাকা চুরি করেছেন; ইসলামী নাম দিয়ে ব্যাংক তৈরি করে সেখান থেকে তাকা চুরি করেছেন। এইগুলো হলে মতবাদ হারায়। 

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া প্রসঙ্গে আব্দুন নূর তুষার বলেন, আওয়ামী লীগের অবস্থা এখন এরকম না যে, কোথাও কোনও বাধা দেওয়ার মতো শক্তি তার আছে এবং তার লোকজন পলাতক। অভিযুক্তরা পলাতক। এমনকি আইনজীবীও তারা নিযুক্ত করতে পারে নাই। তাদের পছন্দসই আইনজীবী তাদের পক্ষে লড়েনি। ফলে, আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীনভাবেই রায়টা দিতে পেরেছে। 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল। তার একটা হচ্ছে সংস্কার। তারা মূলত সংস্কারের নামে অশ্বডিম্ব প্রসব করেছে। এরপর তারা বলেছে নির্বাচন করবে। তবে, তারিখ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু। তারিখ নিয়ে অনেক সংশয় আছে মানুষের মধ্যে। আরেকটা হচ্ছে বিচার। বিচারের রায় হয়েছে, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার সম্পন্ন হয় না। 

এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় নিয়েও অস্নতোষ প্রকাশ পেয়েছে আব্দুন নূর তুষারের কথায়।

উল্লেখ্য, বন্দর নিয়ে চুক্তি অনুসারে, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। সোমবার (১৭ নভেম্বর) এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছর মেয়াদি একটি কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে সুইস প্রতিষ্ঠানটি। এছাড়া, চট্টগাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করেছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

দেশীয় বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া এবং বিশেষ করে চুক্তি স্বাক্ষরের দিনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনে এই চুক্তি স্বাক্ষরকে সরকারের একটি কৌশল হিসেবে দেখছেন সমালোচকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়