শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে মাদকসেবনে বাঁধা দেওয়ায় হামলা : চিকিৎসাধীন অবস্থায় সোহেল মাঝির মৃত্যু

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুরে মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত সোহেল মাঝি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

নিহত সোহেল মাঝি উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ নভেম্বর সকালে স্থানীয় চিহ্নিত মাদকসেবী পলাশ মাঝির নেতৃত্বে রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ আরও কয়েকজন মিলে সোহেল মাঝির ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে; সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামলার পরদিন ১২ নভেম্বর সোহেলের স্ত্রী মাকসুদা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার আসামিরা ১৭ নভেম্বর জামিনে কারাগার থেকে বের হয়।

ওসি আব্দুস সালাম জানান, “সোহেলের মৃত্যু হওয়ায় পূর্বের মামলা এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।”

এদিকে সোহেলের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়