শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট‎​ প্রতিনিধি: ‎​অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারা লালমনিরহাট সদর উপজেলার চারজন কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার কৃষকের মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।

​এটি ছিল কৃষকদলের একটি জনহিতকর উদ্যোগ। জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে এ দিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।

‎​এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।

এসময় জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব অসহায় কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। যারা অর্থের অভাবে ধান কাটতে পারেন না, আমরা তাদের খুঁজে বের করে ধান কেটে দিব। তিনি আরও জানান, চলতি মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়