শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সিরিজ স্থগিত করলো ভারত

পুরুষদের পর এবার নারীদের সিরিজও স্থগিত করলো ভারত। আগামী মাসে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন মুখপাত্র। ওই কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক চিঠিতে বিসিবিকে জানিয়েছে, সাদা বলের সিরিজটি পিছিয়ে পরবর্তী সময়ে আয়োজন করা হবে।

 তবে সিরিজ পেছানোর জন্য নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিরিজ স্থগিত করার অন্যতম কারণ হতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান বর্তমান রাজনৈতিক অস্থিরতা। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমে জানান, বাংলাদেশ সিরিজের জন্য এখনও অনুমোদন মেলেনি সরকারের। সেখান থেকেই শঙ্কাটা তৈরি হয়।
 
 তিন ম্যাচের এ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি ছিল আইসিসি ফিউচার ‍ট্যুর প্রোগ্রামের অংশ। ম্যাচগুলো কলকাতা এবং কটাকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
 
এর আগে গত আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় পুরুষ দলের। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় বিসিবির সঙ্গে আলোচনা করে সিরিজ ১৩ মাস পিছিয়ে দেয় ভারত। নারী দলের সিরিজের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের এই সিরিজ পেছালে ক্ষতিগ্রস্থ হবে টাইগ্রেসরা। কারণ চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্বকাপ বাছাই এবং বিশ্বকাপ ছাড়া কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। বছরে খুব একটা সিরিজ খেলার সুযোগও মেলে না জ্যোতিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়