শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান শিক্ষক কতৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শিক্ষক কতৃক ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক উত্তম কুমার দাস সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনা জানাজানির পর থেকে প্রধান শিক্ষক ফলাতক রয়েছে। 

প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদেরকে যৌন হয়রানি ও কু-প্রস্তাবের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকরা অভিযুক্ত শিক্ষক উত্তম কুমার দাস এর অপসারণ ও বিচার দাবীতে ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

এসময় খবর পেয়ে দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এবিষয়ে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক উত্তম কুমার দাস তাদেরকে একাকী তার রুমে, ছাদের উপর এবং মেয়েদের ওয়াশরুমে ডেকে নেয়, বিভিন্ন অজুহাতে তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতদিয়ে স্পর্শ করেন। এছাড়াও তিনি অসচ্ছল ছাত্রীদের পরিক্ষার ফি-বেতন মওকুফের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেন, তার বিরুদ্ধে একাধিক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার ভয় দেখিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ করেন। এসব বিষয়ে মুখ খুললে বা কাওকে বললে পরীক্ষায় ফেল করিয়ে দেয়াসহ ধর্ষণ ও হত্যার হুমকি দেন। গত শনিবার রুপা আক্তার (ছদ্মনাম) নামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ওয়াশরুমে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস ওয়াশরুমে ঢুকে ওই শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এসময় পেছন থেকে কয়েকজন ছাত্রী বিষয়টি দেখে ফেল্লে ঐ শিক্ষক তাকে ছেড়ে দেয়। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ে এবং এলাকায় চাঞ্চল্যে ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

ভুক্তভোগী এ শিক্ষার্থীর মা বলেন, একজন শিক্ষক মা বাবার সমান মা বাবার পরে শিক্ষক সেখানে তিনি একজন প্রধান শিক্ষক হয়ে কিভাবে এমন কাজ করতে পারে, এর আগেও আমার মেয়ে কয়েকবার এমন অভিযোগ করে, একদিন তিনি আমার মেয়েকে ৫০ টাকা দেয়, বাড়িতে যাওয়ার আমি জিজ্ঞেস করলে সে বলে স্যার দিয়েছেন কিছু খাওয়ার জন্য, স্যারকে জিজ্ঞেস করলে তিনি টাকা দেয়ার কথা স্বীকার করেন। পরেরদিন সে স্কুলে গেলে স্যার তাকে ডেকে কু-প্রস্তাব দেয়। পরবর্তীতে মান সন্মানের কথা বিবেচনা করে আমরা তার বিদ্যালয়ে আসা বন্ধ করে দেই। প্রায় দুই মাস পর আবারো সে নিয়মিত বিদ্যালয়ে আসা শুরু করে, গত কালকে মেয়েকে ওয়াশরুমে ধর্ষণের চেষ্টা করে, আমি এর সুষ্ঠু বিচার চাই।

পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বলেন, ওনার বিরুদ্ধে এধরণের অভিযোগ ইতিপূর্বে অনেকবার পেয়েছি। যেহেতু তিনি প্রধান শিক্ষক তাই উপযুক্ত প্রমানাধী না থাকায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। শনিবারের ঘটনায় শিক্ষার্থীরা আমাদেরকে জানানোর পর আমরা কতৃপক্ষকে বিষয়টি অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি কতৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবে।

অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস মুঠোফোনে বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট, আমি দশ বছর এখানে শিক্ষকতা করি। এলাকার কিছু লোকজন ও বিদ্যালয়ের কিছু শিক্ষক মিলে আমার বিরুদ্ধে একটি চক্রান্ত করার অপচেষ্টা করছে। মেয়েদেরকে এগুলো মুখস্থ করিয়ে আমার বিরুদ্ধে লাগিয়েছে। আমার অপরাধ হচ্ছে আমি আওয়ামীলীগ তাই তারা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছে।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, খবর পেয়ে আমি সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, বিদ্যালয় থেকে একটি লিখিত অভিযোগ দিলে তার প্রেক্ষিতে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়