পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর । এখন থেকে নতুন নম্বর (টোল ফ্রি) ‘১৬৬৯৯’।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা।
সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘১৬৪৩০’ হেল্পলাইন নম্বরের মাধ্যমে দেশের জনগণের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য বিনামূল্যে আইনি পরামর্শ দিয়ে আসছে। সংস্থার এই কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে আইন উপদেষ্টার অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে পূর্বের ‘১৬৪৩০’ হেল্পলাইন নম্বরটি পরিবর্তন করে সহজে ধারণযোগ্য ‘১৬৬৯৯’ (টোল ফ্রি) হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই হেল্পলাইনের মাধ্যমে জনগণ সহজেই লিগ্যাল এইড অফিসের তথ্য, আইনি পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে জানতে পারবেন। এর ফলে আইনি সেবা গ্রহণ আরও সহজ হবে এবং জনগণের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রম সচেতনতা বৃদ্ধি পাবে।
এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব দেশীয় ও আন্তর্জাতিক সরকারি বেসরকারি সংস্থাকে জানানো যাচ্ছে যে, সংস্থার পূর্বের হেল্পলাইন নম্বরটি পরিবর্তন করে সহজে স্মরণযোগ্য হেল্পলাইন নম্বর ‘১৬৬৯৯’ (টোল ফ্রি) চালু করা হয়েছে।