ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে খেলেননি শেখ মোরসালিন। চোটের কারণে বাইরে ছিলেন। তবে আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঠিকই একাদশে জায়গা করে নিয়েছেন মোরসালিন। মোরসালিনের পাশাপাশি একাদশে আছেন কানাডা প্রবাসী শমিত সোমও।
তবে অধিনায়ক জামাল ভূঁইয়া বাদ পড়েছেন। নেই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানাও। হাভিয়ের কাবরেরা সম্ভাব্য ৪-৪-২ ছকে ভারত বধে নামতে যাচ্ছেন।
জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হতে যাচ্ছে রাত ৮টায়।
২০০৩ সালের পর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। গত বছর শিলংয়ে সবশেষ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এবার নিজেদের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে কেমন করবে তারজন্য অপেক্ষা।
বাংলাদেশের একাদশ:
গোলকিপার: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।