শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে গাছ কেটে বন উজাড়, ফাঁকা জায়গায় করা হচ্ছে চাষাবাদ

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ আবারো কেটে নিয়ে যাচ্ছে বনখেকোরা। গাছ কেটে ফাঁকা জমিতে করছে চাষাবাদ। কর্তনকৃত গাছ উদ্ধার করতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও গোসাইগঞ্জ বন বিভাগের দায়ের করা মামলার আসামী তোফা ও তোফি নামে দুজন হাত-পা কেটে ফেলার হুমকি দেয় বন বিভাগের গার্ড নাজমুল হককে। একই সময়ে লুৎফর রহমানের ছেলে মশিউর রহমান বন বিভাগের অফিস সংলগ্ন যায়গায় অগ্নিসংযোগ ঘটিয়ে আতঙ্কে সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে বনটি উজাড় করে ফেলে। ইতিমধ্যে বনবিভাগ উজারকৃত ফাঁকা জায়গায় চাষের জমি বের করে শুরু করেছে চাষাবাদ। বন বিভাগসহ স্থানীয় প্রশাসনের মধ্যে কর্তনকৃত গাছের টাকা ভাগ বাটোরা থাকায় কেউ এগিয়ে আসেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়রা আরো জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত বন বিভাগের জমি খনন করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তারা বালু উত্তোলনের পাশাপাশি বন বিভাগের মূল্যবান গাছগুলি কেটে বিক্রি করে তাদের ব্যবসা অব্যহত রেখেছে। চক্রটির নামে বন বিভাগ একাধিক মামলা দায়ের করেছে। বর্তমানে তারা  হাই কোর্টে জামিন নিয়ে পূনরায় গাছ কাটা অব্যাহত রেখেছে।তাদেরকে কেউই থামাতে পারছে না।

স্থানীয় তোফা ও তোফি বলেন, বন বিভাগের গার্ড নাজমুল হক রাস্তা ও বনের গাছ কেটে বিক্রি করার সময় আমরা হাতেনাতে তাকে আটক করি। তাকে কোন প্রকার হুমকি ধামকি দেওয়ার প্রশ্নই আসে না।

গোঁসাইগঞ্জ বন বিভাগের গার্ড নাজমুল হক বলেন, প্রকাশ্যে  তোফা ও তোফি বন বিভাগের গাছ কর্তনের সংবাদ পেয়ে গাছ উদ্ধার করতে যাই। এ সময় তারা  ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয়ে হাত পা কেটে ফেলার হুমকি দেয়।তাদের কথায় আমাকে ভীত করতে এসময় অফিসের পাশে থাকা আটককৃত শুকনা গাছে মশিউর রহমান অগ্নিসংযোগ ঘটায়। উক্ত সংবাদ পেয়ে ডোমার থেকে আসা বিট অফিসারের সহযোগিতায় কর্তনকৃত কাজগুলো উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধুমকি ও অগ্নি সংযোগের কারণে বন বিভাগের ভিতরে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে আমার।তিনি আরও জানান, যেভাবে বন বিভাগের গাছ কর্তন অব্যহত রয়েছে অল্প দিনের মধ্যেই গোসাইগঞ্জ বন বিভাগ নামে কিছুই থাকবে না।

এ ব্যাপারে বিট কর্মকর্তা মোরশেদ আলম জানান, আমরা গোসাইগঞ্জ বন বিভাগ সার্বক্ষণিক নজরদাড়িতে রেখেছি। বন রক্ষা করার যথেষ্ট চেষ্টা করছি।

গত ৫আগস্টের পর থেকেই বন বিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু স্থানীয়। আমরা কয়েকবার সেখানে অভিযান চালালে তারা একবার আমাদের কয়েকজন কর্মকর্তাকে মারপিট করে। এ ব্যাপারে আমরা মামলাও করেছি।এবং আমরা ইউএনও, রংপুর বন কর্মকর্তা থেকে শুরু করে সকলকেই চিঠি দিয়েছি। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে জানালেও তাদের তৎপরতা তেমনটা লক্ষ্য করিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়