শরীফ শাওন: [২] প্যানেল প্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ কমূসূচিতে সকাল ১০টা পুলিশ জলকামান ও চাঠিচার্জ শুরু করে। ১৫ জন আহতের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে ৮ জনকে, দুজন কানে শুনতে পাচ্ছেন না।
[৩] প্যানেল প্রত্যাশীদের ৫ম দিনের কর্মসূচিতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর আগে বুধবার মধ্যরাতে কর্মসূচিতে পুলিশ বাধা দিলে তারা পাশের মসজিদে অবস্থান নেন।
[৪] প্যানেল প্রত্যাশীরা জানান, ২০১৮ সালের নিয়মিত শিক্ষক বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেন ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। শূন্যপদ বাকি রেখেই নিয়োগ দেওয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে। উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির অপেক্ষায় থাকলেও তাদের বিষয়ে কোনও বিবেচনা করা হয়নি।