স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে চলতি বছর কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের আর কোন ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।
[৩] মহামারী করোনার কারনে আফ্রিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাছাই পর্ব নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছরের জুনে।
[৪] বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, বাছাই পর্ব শেষ হবে পাঁচ মাসে। আগের সূচিতে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব।
[৫] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আফ্রিকার অধিকাংশ দেশে ফুটবল বন্ধ রয়েছে। খেলা চলছে কেবল দক্ষিণ আফ্রিকা, মিশর, তিউনিশিয়া ও মরোক্কোয়।-দ্যা গ্যালারি