শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুকে দাগী আসামীর মতো বাঁধলো পুলিশ

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে কেউ অপরাধ করলে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আইনের আওতায় নিয়ে নেওয়া হয়। এমনই এক ‘অপরাধী’ আট বছরের এক শিশুকেও নেওয়া হয় আইনের হেফাজতে। কিন্তু আট বছরের এক শিশুর হাতে হাতকড়া পরানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আট বছরের ওই শিশুকে হাতকড়া পরানোর ঘটনাটি দুই বছর আগে ঘটলেও সেটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।

ফ্লোরিডার এক স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা গেছে, আট বছরের ঐ শিশুকে পিঠমোড়া দিয়ে পরানো হচ্ছে হাতকড়া। যদিও সেই হাতকড়া শিশুটির কচি হাতের সঙ্গে কোনোভাবেই মানানসই ছিল না। কারণ হাতকড়ার চেয়ে তার হাত ঢের ছোট। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেদিন স্কুলের এক শিক্ষককে আঘাত করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা। দোষ করায় তাকে আটক করে পুলিশ।

এরপর দাগি আসামির মতো জেলে নিয়ে আসামির মতো ছবি তুলে রাখা হয়। এতটুকু পুঁচকে এক শিশুকে এভাবে একজন দাগি আসামির মতো হাতকড়া পরানোর মাধ্যমে শিশুটির মনোজগতে গুরুতর আঘাত হানার অভিযোগ উঠছে তখন। শিশুটি কী কারণে তার শিক্ষককে আঘাত করেছে তা জানার মাধ্যমে শিশুটিকে সাহায্য করার বদলে তার সঙ্গে এমন আচরণকে কেউ সমর্থন করছে না। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঐ পুলিশ কর্মকর্তা সেটাই করেছেন যা একজন অপরাধীর বেলায় প্রযোজ্য।-সিএনএন।

ইত্তেফাক/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়