শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাই‌লের সখীপু‌রে নৃত্য‌শিল্পী‌কে মারধর বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ

সাইফুল সা‌নি : [২] টাঙ্গাই‌লের সখীপু‌রে সুমন আহ‌মেদ না‌মের এক নৃত্য‌শিল্পী‌কে জোরপূর্বক তু‌লে নি‌য়ে মারধর ও বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ করা হ‌য়ে‌ছে। নৃত্য‌শিল্পী‌ সুমন আহ‌মেদ ঢাকা রবীন্দ্র ক্লা‌বের জুনিয়র সভাপ‌তি ও সখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সদস্য ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় শ‌নিবার রা‌তে নৃত্য‌শিল্পী সুমন বাদী হ‌য়ে পাঁচজন‌কে আসা‌মি ক‌রে সখীপুর থানায় মামলা ক‌রে‌ছেন। পু‌লিশ রা‌তেই ‌মামলার আসা‌মি রেজুয়ানুল হক প্রিন্স‌কে (২০) গ্রেপ্তার ক‌রে‌ছে।

[৩] পু‌লিশ ও নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদের স‌ঙ্গে কথা জানা যায়, গত বৃহস্প‌তিবার বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে সুমন আহ‌মেদ ম‌হিলা মাদরাসার এক ছাত্রী‌কে (সুম‌নের আত্মীয়) হো‌স্টে‌লে পৌ‌ঁছে দি‌তে পৌরসভার জামতলা এলাকায় যায়। ফেরার প‌থে স্টার ব‌য়েজ ক্লা‌বের সদস্য শরীফুল ইসলাম রাজু (২২) ও রেজাউনুল হক প্রিন্সের (২০) নেতৃ‌ত্বে পাঁচ বন্ধু সুমন আহ‌মেদ‌কে‌ জোর ক‌রে তু‌লে নেয়। প‌রে দু‌'টি মোটরসাই‌কে‌লযো‌গে তারা সুমন‌কে মুসু‌ল্লিরচালা এলাকায় কলা বাগা‌নের ভেতর পো‌ল্ট্রি খামা‌রের প‌রিত্যক্ত এক‌টি ঘ‌রে নি‌য়ে যায়। সেখা‌নে সুমন‌কে মারধর করা হয়। এক পর্যা‌য়ে তা‌কে বিবস্ত্র ক‌রে নৃত্য কর‌তে বাধ্য করা হয়। মোবাই‌লে ওই বিবস্ত্র নৃ‌ত্যের ভি‌ডিও ধারণ করা হয়। প‌রে ঘটনা‌টি কাউ‌কে জানা‌লে ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুম‌কি দি‌য়ে রাত সা‌ড়ে ৮টার দি‌কে তা‌কে ছে‌ড়ে দেওয়া হয়।

[৪] সখীপুর থানার উপ-প‌রিদর্শক ব‌দিউজ্জামান ব‌লেন, দু‌টি ক্লা‌বের বি‌রো‌ধের জের ধ‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। একজন আসা‌মি গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। অন্য‌দেরও গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়