শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাই‌লের সখীপু‌রে নৃত্য‌শিল্পী‌কে মারধর বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ

সাইফুল সা‌নি : [২] টাঙ্গাই‌লের সখীপু‌রে সুমন আহ‌মেদ না‌মের এক নৃত্য‌শিল্পী‌কে জোরপূর্বক তু‌লে নি‌য়ে মারধর ও বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ করা হ‌য়ে‌ছে। নৃত্য‌শিল্পী‌ সুমন আহ‌মেদ ঢাকা রবীন্দ্র ক্লা‌বের জুনিয়র সভাপ‌তি ও সখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সদস্য ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় শ‌নিবার রা‌তে নৃত্য‌শিল্পী সুমন বাদী হ‌য়ে পাঁচজন‌কে আসা‌মি ক‌রে সখীপুর থানায় মামলা ক‌রে‌ছেন। পু‌লিশ রা‌তেই ‌মামলার আসা‌মি রেজুয়ানুল হক প্রিন্স‌কে (২০) গ্রেপ্তার ক‌রে‌ছে।

[৩] পু‌লিশ ও নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদের স‌ঙ্গে কথা জানা যায়, গত বৃহস্প‌তিবার বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে সুমন আহ‌মেদ ম‌হিলা মাদরাসার এক ছাত্রী‌কে (সুম‌নের আত্মীয়) হো‌স্টে‌লে পৌ‌ঁছে দি‌তে পৌরসভার জামতলা এলাকায় যায়। ফেরার প‌থে স্টার ব‌য়েজ ক্লা‌বের সদস্য শরীফুল ইসলাম রাজু (২২) ও রেজাউনুল হক প্রিন্সের (২০) নেতৃ‌ত্বে পাঁচ বন্ধু সুমন আহ‌মেদ‌কে‌ জোর ক‌রে তু‌লে নেয়। প‌রে দু‌'টি মোটরসাই‌কে‌লযো‌গে তারা সুমন‌কে মুসু‌ল্লিরচালা এলাকায় কলা বাগা‌নের ভেতর পো‌ল্ট্রি খামা‌রের প‌রিত্যক্ত এক‌টি ঘ‌রে নি‌য়ে যায়। সেখা‌নে সুমন‌কে মারধর করা হয়। এক পর্যা‌য়ে তা‌কে বিবস্ত্র ক‌রে নৃত্য কর‌তে বাধ্য করা হয়। মোবাই‌লে ওই বিবস্ত্র নৃ‌ত্যের ভি‌ডিও ধারণ করা হয়। প‌রে ঘটনা‌টি কাউ‌কে জানা‌লে ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুম‌কি দি‌য়ে রাত সা‌ড়ে ৮টার দি‌কে তা‌কে ছে‌ড়ে দেওয়া হয়।

[৪] সখীপুর থানার উপ-প‌রিদর্শক ব‌দিউজ্জামান ব‌লেন, দু‌টি ক্লা‌বের বি‌রো‌ধের জের ধ‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। একজন আসা‌মি গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। অন্য‌দেরও গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়