তন্নীমা আক্তার: [২] বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বৎসর।
[৩] পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ মাহফুজুল হক ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
[৪] তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অধিকর্তা ছিলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ছিলেন। এছাড়াও, তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
[৫] তিনি সৃজনশীল প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং ষাট দশক থেকে অত্যন্ত গৌরব, সৃজনশীলতা এবং নিষ্ঠার সাথে বই প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স তাদের পারিবারিক প্রতিষ্ঠান। তার মৃত্যুতে বাংলাবাজার বইপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
[৬] তাকে বনানী কবরস্থানে পারিবারিকভাবে নির্ধারিত স্থানে সমাহিত করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব