ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা সংকেত। এরপর আর বসে থাকার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর দায়িত্ব নিতে হবে সরকারকে। ঝুঁকি মোকাবিলায় কোনো ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও সবুজ অঞ্চল নষ্ট করা উচিত নয়।
পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরসহ শহরের সবুজায়ন উদ্যোগে কমিউনিটির অংশগ্রহণকে গুরুত্ব দেন। তিনি উন্মুক্ত পার্ক ও সবুজ এলাকা বৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী হলেও অপ্রয়োজনীয় বাজার নির্মাণের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জানিয়েছেন ভূমিকম্পে ঢাকায় প্রায় তিনশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে।