শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা সংকেত। এরপর আর বসে থাকার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর দায়িত্ব নিতে হবে সরকারকে। ঝুঁকি মোকাবিলায় কোনো ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন,  মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও সবুজ অঞ্চল নষ্ট করা উচিত নয়।

পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরসহ শহরের সবুজায়ন উদ্যোগে কমিউনিটির অংশগ্রহণকে গুরুত্ব দেন। তিনি উন্মুক্ত পার্ক ও সবুজ এলাকা বৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী হলেও অপ্রয়োজনীয় বাজার নির্মাণের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জানিয়েছেন ভূমিকম্পে ঢাকায় প্রায় তিনশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়