আবু সালেহ্ আকন: সাংবাদিকের মা-বাবাকেও এখন মার খেতে হয়। ছবির এই মানুষটির নাম আব্দুল মতিন চৌধুরী। তিনি একজন মুক্তিযোদ্ধা। কুমিল্লার মুরাদ নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সমকালের স্থানীয় প্রতিনিধি শরিফুল আলম চৌধুরীর বাবা। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার লোকজন গত শনিবার শরিফুলকে নিজের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এসময় দুর্বৃত্তরা তার বাবা ও মাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ফেসবুক থেকে