শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি বেঁচে আছি, ভালো আছি, আমাকে নিয়ে মৃত্যুর গুজবে কান দিবেন না : মোহাম্মদ ইরফান

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা ছড়িয়েছে। পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন গাড়ি দুর্ঘটনায়। তবে পাকিস্তানি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমেই হাজির হয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা খবর রটায় রীতিমতো ক্ষুব্ধ ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ৩৮ বছর বয়সী এই পেসার।

[৩] টুইটারে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ও মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এসব আমার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার। আমি এ ব্যাপারে ফোনে মানুষের উৎকণ্ঠার জবাব দিতে দিতে ক্লান্ত। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আমার কোনো গাড়ি দুর্ঘটনা হয়নি, আমি ভালো আছি, পুরোপুরি সুস্থ আছি।

[৪] ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন এই পেসার। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড় বলা হয়। উচ্চতায় তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ফাস্ট বোলার জোয়েল গার্নারকে। দেশের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উইকেট তুলে নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়