শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি বেঁচে আছি, ভালো আছি, আমাকে নিয়ে মৃত্যুর গুজবে কান দিবেন না : মোহাম্মদ ইরফান

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা ছড়িয়েছে। পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন গাড়ি দুর্ঘটনায়। তবে পাকিস্তানি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমেই হাজির হয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা খবর রটায় রীতিমতো ক্ষুব্ধ ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ৩৮ বছর বয়সী এই পেসার।

[৩] টুইটারে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ও মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এসব আমার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার। আমি এ ব্যাপারে ফোনে মানুষের উৎকণ্ঠার জবাব দিতে দিতে ক্লান্ত। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আমার কোনো গাড়ি দুর্ঘটনা হয়নি, আমি ভালো আছি, পুরোপুরি সুস্থ আছি।

[৪] ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন এই পেসার। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড় বলা হয়। উচ্চতায় তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ফাস্ট বোলার জোয়েল গার্নারকে। দেশের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উইকেট তুলে নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়