শিরোনাম
◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান ◈ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি বেঁচে আছি, ভালো আছি, আমাকে নিয়ে মৃত্যুর গুজবে কান দিবেন না : মোহাম্মদ ইরফান

স্পোর্টস ডেস্ক : [২] সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা ছড়িয়েছে। পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন গাড়ি দুর্ঘটনায়। তবে পাকিস্তানি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমেই হাজির হয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা খবর রটায় রীতিমতো ক্ষুব্ধ ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ৩৮ বছর বয়সী এই পেসার।

[৩] টুইটারে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ও মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এসব আমার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার। আমি এ ব্যাপারে ফোনে মানুষের উৎকণ্ঠার জবাব দিতে দিতে ক্লান্ত। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আমার কোনো গাড়ি দুর্ঘটনা হয়নি, আমি ভালো আছি, পুরোপুরি সুস্থ আছি।

[৪] ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন এই পেসার। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড় বলা হয়। উচ্চতায় তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ফাস্ট বোলার জোয়েল গার্নারকে। দেশের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উইকেট তুলে নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়