শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনাল্টি পেয়ে পরাজয় এড়ালো ম্যানচেষ্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস সংকট পরবর্তী ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের কেউই জয় পায়নি। ড্রয়ে শেষ হয়েছে দলটির লড়াই।

[৩] লন্ডনে শুক্রবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পর্তুগিজ মিডফিল্ডার ব্রæপো ফের্নান্দেস গোল করলে হারের লজ্জা এড়ায় অতিথি দল।

[৪] ম্যাচটি শুরুর আগে মাঠে হাঁটু গেঁড়ে বসে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে চলমান বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন জানায় উভয় দলের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ তম মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় টটেনহ্যামকে এগিয়ে নেন স্টিভেন বার্জউইন। দূর থেকে বল নিয়ে এসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ডাচ এই উইঙ্গার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম। - দেশরূপান্তর

[৫] ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে সমতা ফেরায় ম্যানইউ। পল পগবাকে ডি-বক্সে টটেনহ্যামের এরিক দিয়ের ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বারো গজ থেকে নিখুঁত শটে জালে বল জড়ান পর্তুগিজ খেলোয়াড় ব্রæনো ফের্নান্দেস।

[৬] ম্যাচের একেবারে শেষ দিকে জয়ের সুযোগই পেতে যাচ্ছিল ম্যানইউ। এরিক ডায়ারের হালকা ধাক্কায় ডি-বক্সে অতিথি দলের ব্রæনো ফের্নান্দেস পড়ে গেলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। রিক ডায়ারের হালকা ছোঁয়ায় ব্রæনো ফের্নান্দেস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জয় ছিনিয়ে নেওয়ার আশা জাগে ইউনাইটেডের। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলান রেফারি।

[৭] এই ড্রয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল ম্যানইউ। তিরিশি ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে দলটি। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে অষ্টমস্থানে। শীর্ষে থাকা লিভারপুল ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়