শিরোনাম
◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনাল্টি পেয়ে পরাজয় এড়ালো ম্যানচেষ্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস সংকট পরবর্তী ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের কেউই জয় পায়নি। ড্রয়ে শেষ হয়েছে দলটির লড়াই।

[৩] লন্ডনে শুক্রবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পর্তুগিজ মিডফিল্ডার ব্রæপো ফের্নান্দেস গোল করলে হারের লজ্জা এড়ায় অতিথি দল।

[৪] ম্যাচটি শুরুর আগে মাঠে হাঁটু গেঁড়ে বসে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে চলমান বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন জানায় উভয় দলের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ তম মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় টটেনহ্যামকে এগিয়ে নেন স্টিভেন বার্জউইন। দূর থেকে বল নিয়ে এসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ডাচ এই উইঙ্গার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম। - দেশরূপান্তর

[৫] ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে সমতা ফেরায় ম্যানইউ। পল পগবাকে ডি-বক্সে টটেনহ্যামের এরিক দিয়ের ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বারো গজ থেকে নিখুঁত শটে জালে বল জড়ান পর্তুগিজ খেলোয়াড় ব্রæনো ফের্নান্দেস।

[৬] ম্যাচের একেবারে শেষ দিকে জয়ের সুযোগই পেতে যাচ্ছিল ম্যানইউ। এরিক ডায়ারের হালকা ধাক্কায় ডি-বক্সে অতিথি দলের ব্রæনো ফের্নান্দেস পড়ে গেলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। রিক ডায়ারের হালকা ছোঁয়ায় ব্রæনো ফের্নান্দেস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জয় ছিনিয়ে নেওয়ার আশা জাগে ইউনাইটেডের। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলান রেফারি।

[৭] এই ড্রয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল ম্যানইউ। তিরিশি ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে দলটি। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে অষ্টমস্থানে। শীর্ষে থাকা লিভারপুল ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়