মাদারীপুর প্রতিনিধি : [২] মাদারীপুরে নতুন করোনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৮ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈর ৭, কালকিনি ৪ এবং শিবচরে একজন। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮২ জনে। মাদারীপুর সদরে ৬ জনের মধ্যে ১জন মাদারীপুর শহরের কালিবাড়ি, ২জন পানিছত্র, ১জন ঝাউদি ইউনিয়নে, ১জন গাজবাবাড়িয়া ও ১জন রাস্তি ইউনিয়নে ।
[৩] মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩ মে রাতে করোনা ভাইরাস পরীক্ষার নমুনার রিপোর্ট আসে। এগুলোর মধ্যে মোট ১৮ জন নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈর ৭, কালকিনি ৪ এবং শিবচরে একজন।
[৪] স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানানো হয়, যেহেতু এই মুহুর্তে আমাদের হাতে অফিসের প্রেরিত রেজাল্টশীট নেই, এটা অনলাইনে আসা রিপোর্ট। তাই আগামীকাল সকালে জেলার চুড়ান্ত শনাক্তের সংখ্যা জানা যাবে। আক্রান্ত শনাক্তের এই সংখ্যা কম-বেশি হতে পারে।
[৫] স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮২ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, শিবচর ২৫ জন, রাজৈর ৩২ জন এবং কালকিনি ৮ জন।
[৬] জানা যায়, আক্রান্তদের মধ্যে কালকিনি উপজেলার পূর্বে আক্রান্ত দুইজনের পরিবারের সদস্যরা রয়েছেন। এদের মধ্যে শিকারমঙ্গল ইউনিয়নে ৩ এবং সিডিখান ইউনিয়নের একজন রয়েছেন।
[৭] তবে, এ রিপোর্ট লেখার সময় সদর, রাজৈর ও শিবচর উপজেলার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্তদের এলাকার তথ্য জানা যায়নি। সম্পাদনা : জেরিন আহমদ