শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা: মাদারীপুরে নতুন শনাক্ত-১৮, মোট শনাক্ত-৮২

মাদারীপুর প্রতিনিধি : [২] মাদারীপুরে নতুন করোনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৮ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈর ৭, কালকিনি ৪ এবং শিবচরে একজন। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮২ জনে। মাদারীপুর সদরে ৬ জনের মধ্যে ১জন মাদারীপুর শহরের কালিবাড়ি, ২জন পানিছত্র, ১জন ঝাউদি ইউনিয়নে, ১জন গাজবাবাড়িয়া ও ১জন রাস্তি ইউনিয়নে ।

[৩] মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩ মে রাতে করোনা ভাইরাস পরীক্ষার নমুনার রিপোর্ট আসে। এগুলোর মধ্যে মোট ১৮ জন নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈর ৭, কালকিনি ৪ এবং শিবচরে একজন।

[৪] স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানানো হয়, যেহেতু এই মুহুর্তে আমাদের হাতে অফিসের প্রেরিত রেজাল্টশীট নেই, এটা অনলাইনে আসা রিপোর্ট। তাই আগামীকাল সকালে জেলার চুড়ান্ত শনাক্তের সংখ্যা জানা যাবে। আক্রান্ত শনাক্তের এই সংখ্যা কম-বেশি হতে পারে।

[৫] স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮২ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, শিবচর ২৫ জন, রাজৈর ৩২ জন এবং কালকিনি ৮ জন।

[৬] জানা যায়, আক্রান্তদের মধ্যে কালকিনি উপজেলার পূর্বে আক্রান্ত দুইজনের পরিবারের সদস্যরা রয়েছেন। এদের মধ্যে শিকারমঙ্গল ইউনিয়নে ৩ এবং সিডিখান ইউনিয়নের একজন রয়েছেন।

[৭] তবে, এ রিপোর্ট লেখার সময় সদর, রাজৈর ও শিবচর উপজেলার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্তদের এলাকার তথ্য জানা যায়নি। সম্পাদনা : জেরিন আহমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়