শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ঘরবন্দি মানুষ, রাস্তায় ময়ূরের দল বাধিয়ে দিল যানজট

ডেস্ক রিপোর্ট : [২] মানুষের আনাগোনা না থাকায় নিজেদের অবস্থানে বহু বিলুপ্তির পথে থাকা প্রাণী। এমন অবস্থায় প্রকৃতি ফিরেছে নিজের ছন্দে। মানুষের আনাগোনা কম হতেই বনের পশুপাখি নিশ্চিন্তে বিচরণ শুরু করেছে। আর সেই ছবি বারবার সামনে আসছে।

[৩] কয়েকদিন আগে ভারতের গোয়ায় দেখা মিলেছে ব্ল্যাক প্যান্থার। বম্বে আইআইটি সংলগ্ন পাওয়াই বস্তির এক বাড়িতে ঢুকে পড়ে একটি হরিণ। ব্যারাকপুরের মতো ঘনবসতিপূর্ণ জায়গাতে দেখা মিলেছে ময়ূরের। অলিভ রিডলে ভরেছে ওড়িশার একাধিক বিচ। ফ্লেমিঙ্গোতে গোলাপি হয়ে ওঠেছে নভি মুম্বাই।

[৪] এক বিরল দৃশ্য দেখা গেছে সম্প্রতি। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে শয়ে শয়ে ময়ূর রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। পেখম মেলে নেচে বেড়াচ্ছে ফাঁকা রাস্তায়। কর্কশ গলায় অস্থির করে তুলছে। ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেছেন ভারতের বনবিভাগের কর্মকর্তা পরভিন কাসওয়ান।

[৫] ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে একটি পিচের রাস্তা ধরে একটি গাড়ি এগিয়ে চলেছে । সামনে সারি সারি ময়ূর রাস্তার ওপরে দাঁড়িয়ে। যে পরিস্থিতিতে যে কোনো সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়তে পারে রাস্তা। শেয়ার করা ভিডিওটি অবশ্য গাড়ির ভিতর থেকেই রেকর্ড করা হয়েছে। তবে ময়ূর দেখে প্রথমে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু, গাড়ি দেখে কর্কশ গলায় ডাকতে শুরু করে ময়ূরের দল। পরে গাড়ি এগিয়ে নিয়ে গেলে আশেপাশে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে সরে যায় ময়ূরের দল। কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়