শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারে দাঁড়াতে পারে

সালেহ্ বিপ্লব : [২] গত ২১ এপ্রিল সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ আশংকা প্রকাশ করে জানানো হয়, আগামী মাসে মৃতের সংখ্যা ১ হাজার হতে পারে।

[৩] রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রক্ষেপণের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বৈঠকটি আয়োজন করা হয়।

[৪] গতকাল ওই বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করা হয়। এতে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রমুখ।

[৫] মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সচিবসহ পদস্থ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত করা হয়।

[৬] স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম সভায় জানান,  রোগটির মোকাবেলা ও ব্যবস্থাপনার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বৈঠকে জানান, বিশেষজ্ঞরা দুটি সিনারিও প্রস্তুত করেছেন। প্রথমটি বলছে, ৩১ মে পর্যন্ত  ৪৮ থেকে ৫০ হাজার ব্যক্তি আক্রান্ত হতে পারেন এবং মৃত্যুবরণ করতে পারেন প্রায় ৮০০ থেকে ১ হাজার ব্যক্তি । দ্বিতীয় প্রক্ষেপণ অনুযায়ী আক্রান্ত হতে পারে প্রায় এক লাখ মানুষ ।

[৮] ওই বৈঠকে উঠে আসা তথ্য সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের ফোকাল পারসন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, সভায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধির যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তা সরকার গঠিত বিশেষজ্ঞদের মতামত নয়। বণিকবার্তা

[৯] তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। এত বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার ও মৃত্যুর প্রক্ষেপণ করার কারণ হলো, যদি এ পরিমাণ আক্রান্ত হয়ও, তবু যাতে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।

[১০] গতকাল পর্যন্ত দেশে শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৯৭।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়