শিরোনাম
◈ ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়ায় খেলার মাঠেই মারা গেলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক : [২] খেলার মাঠে মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। এবার আরো আরেকটি হৃদয়বিদারক ঘটনা গটে গেলো। ফুটবল মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাইজেরিয়ার খেলোয়াড় চিয়েমে মার্টিনস। দেশটির শীর্ষ লিগের ক্লাব নাসারাওয়া ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি।

[৩] গত রোববার নাইজেরিয়ান পেশাদার লিগে কাতসিনা ইউনাইটেডের মুখোমুখি হয় মার্টিনসের দল। ম্যাচে তখনও গোল আসেনি। ঠিক সেই সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে আহত হন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়েন মার্টিনস। এ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়নি অ্যাম্বুলেন্স অকেজো থাকায়। শেষ পর্যন্ত সংবাদকর্মীদের গাড়িতে করে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানো মাত্রই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] যদিও শেষ অবধি খেলার লড়াইয়ে জিতেছে মার্টিনসের দল। দাপুটে জয় তুলে নিয়েছে নাসারাওয়া। কাতসিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তার মৃত্যুর খবরে জয়ের আনন্দ ফিকে হয়ে যায়। এ দুঃসংবাদ শুনে মাঠেই কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা।

[৫] এর আগে মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো। ২০০৩ সালে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ওপারে গমন করেন তিনি।

[৬] ২০০৭ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পুয়ের্তা। পরে ড্রেসিংরুমে মৃত্যুবরণ করেন তিনি। স্কটিশ ক্লাব মাদারওয়েলের হয়ে খেলতে নেমে একইভাবে করুণ মৃত্যু হয় ফিল ও’ডোনেলের। তথ্যসূত্র: গোল ডটকম/প্রিমিয়াম টাইমস নাইজেরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়