শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়ায় খেলার মাঠেই মারা গেলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক : [২] খেলার মাঠে মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। এবার আরো আরেকটি হৃদয়বিদারক ঘটনা গটে গেলো। ফুটবল মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাইজেরিয়ার খেলোয়াড় চিয়েমে মার্টিনস। দেশটির শীর্ষ লিগের ক্লাব নাসারাওয়া ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি।

[৩] গত রোববার নাইজেরিয়ান পেশাদার লিগে কাতসিনা ইউনাইটেডের মুখোমুখি হয় মার্টিনসের দল। ম্যাচে তখনও গোল আসেনি। ঠিক সেই সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে আহত হন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়েন মার্টিনস। এ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়নি অ্যাম্বুলেন্স অকেজো থাকায়। শেষ পর্যন্ত সংবাদকর্মীদের গাড়িতে করে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানো মাত্রই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] যদিও শেষ অবধি খেলার লড়াইয়ে জিতেছে মার্টিনসের দল। দাপুটে জয় তুলে নিয়েছে নাসারাওয়া। কাতসিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তার মৃত্যুর খবরে জয়ের আনন্দ ফিকে হয়ে যায়। এ দুঃসংবাদ শুনে মাঠেই কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা।

[৫] এর আগে মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো। ২০০৩ সালে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ওপারে গমন করেন তিনি।

[৬] ২০০৭ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হন স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও পুয়ের্তা। পরে ড্রেসিংরুমে মৃত্যুবরণ করেন তিনি। স্কটিশ ক্লাব মাদারওয়েলের হয়ে খেলতে নেমে একইভাবে করুণ মৃত্যু হয় ফিল ও’ডোনেলের। তথ্যসূত্র: গোল ডটকম/প্রিমিয়াম টাইমস নাইজেরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়