শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রজ্ঞাপন, বিদেশ সফরে ক্যাশ ৭ হাজার ও কার্ডে নেয়া যাচ্ছে সর্বোচ্চ ৫ হাজার ডলার

মেরাজ মেভিজ : সিদ্ধান্ত গত বছরের মাঝামাঝি নেয়া হলেও বলা হয়েছিল প্রজ্ঞাপনটি কার্যকর হবে ২০২০ সালের প্রথম দিন থেকে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সংশিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যেই এটি কার্যকর হয়েছে। এখন থেকে বিদেশ যাত্রায় অর্থ নেয়া যাবে নতুন আইনে। ৮৫ টাকা হিসাবে বাংলাদেশি টাকায় যা প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আগে বিদেশভ্রমণের ক্ষেত্রে অঞ্চলভেদে বৈদেশিক মুদ্রা নেয়ার ভিন্ন ভিন্ন সীমা ছিল। ১ জানুয়ারি থেকে এ সীমা উঠে গেছে। চালু হয়েছে নতুন সুযোগ। এখন থেকে যে কোনো দেশ ভ্রমনে একজন ব্যক্তি এককালীন ও বাৎসরিক ১২ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। এরমাঝে ৭ হাজার টাকা ক্যাশ ও ৫ হাজার ডলার নেয়া যাবে কার্ডে।

জানা যায়, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে ভ্রমণ কোটায় ডলার সীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো সিদ্ধান্ত হয়। যা গত বছরের ২৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের প্রজ্ঞাপনে জানানো হয়। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারের কাছেও পাঠানো হয়।

এতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার নিয়ে বিদেশে যেতে পারবেন। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে (১২ বছরের কম) এই অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ৫ হাজার ডলার অতিক্রম করবে না।

সার্কভুক্ত ও মিয়ানমার ছাড়া অন্যান্য দেশ ভ্রমণের জন্য এখন থেকে ১২ হাজার ডলার বহন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। আগে এই অর্থ বহনের পরিমাণ ছিল ৭ হাজার ডলার। এর আগে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশ ভ্রমণের জন্য ৭ হাজার ডলার নিয়ে যেতে পারতেন বাংলাদেশি নাগরিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়