হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে গত ৭২ ঘণ্টায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ৭২ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদক সহ বিভিন্ন মামলায় ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি জেলা পুলিশের এ কর্মকর্তা।
তবে অভিযানের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।