শিরোনাম
◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্নাতে কেমন পোশাক পরে গেলে বিরক্ত হন শাহরুখ, তথ্য ফাঁস করলেন করণ জোহর

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ব্যান্ডস্ট্যান্ডে আরব সাগরের তীরে অবস্থিত একটি বিখ্যাত স্থাপত্য ও দর্শনীয় স্থান। এটি শুধু একটি বাড়ি নয়, বরং এটি সাফল্য ও মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত। ২০০১ সালে শাহরুখ খান যখন বাড়িটি কেনেন, তখন এর দাম ছিল প্রায় ১৩ কোটি রুপি। বর্তমানে এর বাজারমূল্য আনুমানিক ২০০ কোটি টাকারও বেশি।

প্রতিদিন হাজার হাজার ভক্ত-অনুরাগী শাহরুখ খানকে এক ঝলক দেখার আশায় কিংবা তার বাড়ির সামনে ছবি তোলার জন্য মান্নাতের গেটের সামনে ভিড় জমান। এমনকি সেই স্বপ্নের বাড়ি ‘মান্নাত’-এর অন্দরমহল দেখার স্বপ্ন বহু সিনেমাপ্রেমী দর্শক, ভক্ত-অনুরাগীর। কারণ সেই প্রাসাদে ঢোকার অনুমতি পেলেই যে দেখা মিলবে স্বপ্নের নায়কের। কিন্তু জানেন কি শাহরুখ খানের বাড়িতে কেমন পোশাক পরে গেলে তিনি বিরক্ত হন? সেই তথ্য ফাঁস করেছেন করণ জোহর।

শাহরুখ ও পরিচালক করণ জোহরের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে অনেক কাজও করেছেন এ দুই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার বন্ধুত্বের সুযোগ নিয়ে বাদশাহর গোপন তথ্যফাঁস করে দিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। জানিয়েছেন, তিনি নিজে এক নির্দিষ্ট ধরনের পোশাকে কখনো বাদশাহর সামনে যান না।

অভিনয়জীবনের শুরু থেকেই করণ জোহরের সঙ্গে সখ্য শাহরুখ খানের। নায়কের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন করণ। সিনেমার পরিচালক ছিলেন আদিত্য চোপড়া। সেই সময় বাদশাহর পোশাকের সব দায়িত্ব ছিল তার ওপর। তখন তিনিই নায়ককে পরামর্শ দিয়েছিলেন কেমন ধরনের জিনস পরলে তাকে দেখতে সঠিক লাগবে। হাসতে হাসতে পরিচালক বলেন, মাঝের এতগুলো বছরে নায়কের খুঁতখুতে স্বভাবের জন্য যে তিনিই জিনসের প্যান্ট পরতে ভয় পাবেন, তা কখনো আশা করেননি। 

এর আগে একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, তিনি পোশাকের মাপ নিয়ে খুবই খুঁতখুঁতে। সঠিক মাপের পোশাক না হলে পরতে পারেন না। একই বিষয় প্রযোজ্য তার চারপাশের মানুষের জন্যও।

এ বিষয়ে করণ জোহর বলেন, জিনসের ফিটিংস নিয়ে শাহরুখ খুবই খুঁতখুঁতে। আপনি যদি ভুল মাপের জিনস পরে ওর সামনে গিয়ে দাঁড়ান, তাহলে আপনাকে প্রথমে ভালো করে দেখবে, এরপর বিচার করবে। ধরেই নেবে আপনি মানুষ ভালো না। আমি ওই জন্য মান্নাতে কখনো জিনস পরে যাই না।

এদিকে বলিপাড়ার প্রায় সবাই জানেন, অতিথি আপ্যায়ন কীভাবে করতে হয়, তা বাদশাহকে দেখে শেখা উচিত। জন্মদিন, দীপাবলি কিংবা সিনেমার সাফল্য— নানা সময়ে ‘মান্নাত’-এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কিং খান।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়