স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ২৬ তারিখ শুরু হবে বিপিএল। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। ব্যক্তিগতভাবেও প্লেয়াররা নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি। এরই মধ্যে নতুন ক্রিকেটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম রয়্যালস।
পাকিস্তানের ব্যাটার কামরান গুলামের সাথে চুক্তি করেছে বন্দর নগরীর দলটি। স্কোয়াডের শক্তি বাড়াতেই পাকিস্তানি এ ব্যাটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম।
এর আগে নিলাম ও সরাসরি চুক্তিতে বেশ কিছু নামীদামি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ নাঈম শেখ। নিলাম থেকে এই টপ অর্ডার ব্যাটারকে এক কোটি দশ লাখ টাকায় কেনে তারা। এছাড়াও দলটির হয়ে সরাসরি চুক্তিতে খেলবেন শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলাম।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি এ লিগ।