জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) শহরের উত্তর তেমুহনী এলাকায় লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই জানাজার নামাজে বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ গ্রহণ করে।
জানাজার নামাজের পূর্বে বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদিকে হত্যার মধ্যে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেওয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি এ দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ। আমরা চাই হাদি ভাইর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”
তারা শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পরে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।