শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

বাংলাদেশ প্রতিদিন : এক কথায় তাণ্ডব চালাল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচের ভুলভ্রান্তি শুধরে ওয়াংখেড়েতে তৃতীয় ম্যাচে বিশাল রানের পাহাড় গড়ল ভারত। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৪০ রান করল কোহলির দল। মুম্বইয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কার্যত মুখ থুবড়ে পড়ল পোলার্ডরা। ভারতে বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে ১৭৩ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণ শুরু করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রাহুল ৫৬ বলে করেন ৯১ রান। রোহিতের ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়। ৩৪ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পেলেন না লোকেশ রাহুল।

এরপর তিন নম্বরে নামেন ঋষভ পন্থ। সুযোগের সদ্ব্যবহার এদিনও করতে পারেননি তিনি। খাতা না খুলে ফিরে যান পন্থ। কোহালি ব্যাট করতে নেমে ধ্বংসলীলা চালান। ২৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৭ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিস। হাল ধরার চেষ্টা করেছিলেন হেটমায়ের এবং পোলার্ড। কুলদীপের বল চালাতে গিয়ে কে এল রাহুলের হাতে ক্যাচ ছুড়ে দেন হেটমায়ের। তারপরও বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন পোলার্ড। তবুও শেষ রক্ষা হল না।

সিরিজ নির্ধারক ম্যাচে বিরাট বাহিনীর কাছে হার মানলো পোলার্ডের দল। হায়দরাবাদের প্রথম টি-টোয়েন্টি বিরাট কোহালির ব্যাটিং দাপটে জিতে নিয়েছিল ভারত। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে বাজিমাত করলেন কোহলিরা। ৬৭ রানে ম্যাচ জিতে ভারত ২-১ সিরিজ জিতে নিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়